রাশিয়ার ওয়ান্টেড তালিকায় আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট

0

নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট পিওতর হফমানস্কির নাম ‘ওয়ান্টেড তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে রাশিয়া। 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কয়েক মাসের মধ্যে এই ব্যবস্থা নিল রাশিয়া। 

তবে পিওতরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ওই মন্ত্রণালয়।

জোর করে ইউক্রেনের শিশুদের দেশ ছাড়তে বাধ্য করা ও দেশটিতে যুদ্ধাপরাধ সংঘটনের দায়ে চলতি বছরের মার্চে আইসিসি পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর পাল্টা পদক্ষেপ হিসেবেই মস্কো এ উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

একই অভিযোগে রাশিয়ার শিশু অধিকারবিষয়ক প্রেসিডেন্সিয়াল কমিশনার মারিয়া লোভোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।

এমন উদ্যোগের জবাবে এর আগে আইসিসির কৌঁসুলি করিম খান ও কয়েক বিচারকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল রাশিয়া। এবার আইসিসির প্রেসিডেন্টের নাম রাশিয়ার ওয়ান্টেড তালিকায় যুক্ত করা হয়েছে। সূত্র: ফক্স নিউজ, আরব নিউজ, মস্কো টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here