বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা রাশিয়ার অনূর্ধ্ব-১৭ নারী ও বালক দলকে টুর্নামেন্টে অংশগ্রহণের অনুমতি দিয়ে আন্তর্জাতিক ফুটবল ম্যাচে অংশগ্রহণের ওপর থেকে আংশিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। আল জাজিরা এই খবর প্রকাশ করেছে।
ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসনের পর রাশিয়ার দলগুলোকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়।
গত সপ্তাহে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা রাশিয়ার যুব দলগুলোর ওপর একই ধরনের শিথিলতা আরোপ করে।
ইউক্রেন, ইংল্যান্ড এবং ডেনমার্কসহ বেশ কয়েকটি দেশ জানিয়েছে যে, তারা উয়েফার সিদ্ধান্ত সত্ত্বেও রাশিয়ার কোনো যুব দলের সাথে খেলবে না।