রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালানোর জন্য তাদের অস্ত্র ব্যবহার করতে দেয়, তাহলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন বলেন, কিয়েভকে সেসব রুশ সামরিক ঘাঁটিগুলোকে ‘নিষ্ক্রিয়’ করার অনুমতি দেওয়া উচিত যেখান থেকে ক্রেমলিন সেনারা ইউক্রেনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।
খবরে বলা হয়েছে, দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর রাশিয়ার মাটিতে হামলা জোরদার করতে ইউক্রেনকে অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য ন্যাটোর কিছু সদস্য এবং জোটের প্রধান জেনস স্টলটেনবার্গ আহ্বান জানানোর পর পুতিন এ মন্তব্য করলেন।
উজবেকিস্তান সফরকালে পুতিন বলেন, এই ক্রমাগত উত্তেজনা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। তিনি বলেন, ইউরোপে, বিশেষ করে ছোট দেশগুলোতে তাদের সচেতন হওয়া উচিত যে, তারা কী নিয়ে খেলছে। পুতিন উল্লেখ করেন, অনেক ইউরোপীয় দেশ ‘ছোট অঞ্চল’ এবং ‘ঘন জনবসতিপূর্ণ’। তিনি বলেন, রুশ ভূখণ্ডের গভীরে আঘাত হানার কথা বলার আগে তাদের এই বিষয়টি মাথায় রাখা উচিত।