রাশিয়ায় শান্তিপূর্ণ সমাধানে তুরস্ক প্রস্তুত: এরদোয়ান

0

রাশিয়ায় চলমান সংকটে শান্তিপূর্ণ সমাধানে তুরস্ক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। শনিবার (২৪ জুন) এ বিষয়ে এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। খবর আনাদলু এজেন্সি’র।

তুরস্কের প্রসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, এরদোয়ান সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন। এরদোয়ান আরও বলেন, রাশিয়ায় যে সমস্যা তৈরি হয়েছে তার শান্তিপূর্ণ সমাধানে তুরস্ক প্রস্তুত এবং তা যত দ্রুত সম্ভব করা হবে।

উল্লেখ্য, রাশিয়ায় বিদ্রোহ ঘোষণা করেছে দেশটির বেসরকারি ভাড়াটে ওয়াগনার বাহিনী। এতদিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করলেও এখন নিজ দেশের সেনাবাহিনীর বিরুদ্ধেই অবস্থান নিয়েছে তারা। এ নিয়ে রাশিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here