রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট শুরু হয়েছে। বিবিসির প্রতিবেদনে আর এই ভোটে অনেকটা নিশ্চিতভাবেই জয়ের পথে রয়েছেন ভ্লাদিমির পুতিন। কারণ পুতিনের কার্যত কোনো প্রতিপক্ষ নেই।
তিন দিন ধরে চলবে এই ভোটগ্রহণ। আর ফলাফল ঘোষণাও কেবল আনুষ্ঠানিকতা। কারণ পুতিনকে চ্যালেঞ্জ জানানোর মতো কেউ থাকছে না।
গত ডিসেম্বর ফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন পুতিন। এবার তিনি পঞ্চমবারের মতো নির্বাচনে লড়ছেন।
ইউক্রেনে সেনা অভিযানে অংশ নেয়া সামরিক কর্মকর্তাদের এক অনুষ্ঠানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন পুতিন। নির্বাচনের কিছুদিন আগেই পুতিনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত অ্যালেক্সি নাভালনি কারাগারে রহস্যজনকভাবে মারা যান।