রাশিয়ার দাগেস্তানের আচি-সু গ্রামে একটি কে এ-২২৬ মডেলের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটিতে কিজলিয়ার ইলেক্ট্রোমেকানিক্যাল প্ল্যান্টের কর্মীরা ছিলেন। দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর।
রুশ জরুরি মন্ত্রণালয় এবং স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি কিজলিয়ার থেকে ইজবারবাশের উদ্দেশে উড্ডয়ন করে। মাঝপথে হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। পাইলট জরুরি অবতরণের চেষ্টা করলেও শেষ পর্যন্ত উড়োজাহাজটি একটি আবাসিক ভবনের প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় ভবনটিতে কেউ ছিলেন না।
দুর্ঘটনার পর প্রায় ৮০ বর্গমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।
রুশ জরুরি মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, ঘটনাস্থলেই চার কর্মীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছিলেন, কারখানার উপ-মহাপরিচালক, প্রধান প্রকৌশলী, প্রধান ডিজাইনার ও হেলিকপ্টারের ফ্লাইট মেকানিক।
বেঁচে থাকা তিনজনের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। আরেকজনকে চিকিৎসার জন্য বার্ন সেন্টারে স্থানান্তর করা হয়েছে।
কিজলিয়ার ইলেক্ট্রোমেকানিক্যাল প্ল্যান্ট রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন সামরিক ও বিমান-প্রযুক্তি সরঞ্জাম উৎপাদন করা হয়, যার মধ্যে রয়েছে মিসাইল লঞ্চ সিস্টেম, অস্ত্র বহনের ইউনিট এবং সু-৩০, মিগসহ বিভিন্ন যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ সরঞ্জাম।

