রাশিয়ার একটি ক্যাম্প সাইটে ঝড়ে গাছ পড়ে ৮ জন নিহত হয়েছে। আহত আরো ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রাশিয়া কর্তৃপক্ষ।
ইয়োশকার-ওলা শহরের মেয়র ইয়েভজেনি মাসলোভ বলেছেন, সব শেষ তথ্যে জানা গেছে মারি এলে হারিকেনের আট জনের মৃত্যু হয়েছে।
রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দাবি, ছুটি কাটাতে যাওয়া মানুষেরা আবহাওয়ার পূর্বাভাস আমলে নেননি। ঘূর্ণিঝড়ের সময় ওই এলাকায় শত শত মানুুষ তাঁবুবাসে গিয়েছিলেন।
সূত্র: এফএফপি