রাশিয়ায় ক্যু করার চেষ্টা করছে আমেরিকা: রিয়াবকভ

0

মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ায় ক্যু করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।

তিনি বলেন, তার দেশের ভেতরে আমেরিকা নানাভাবে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এবং চূড়ান্তভাবে রাশিয়ার নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে চায় ওয়াশিংটন। 

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যখন ওয়াগনার গ্রুপ বিদ্রোহ করার চেষ্টা করেছে তখন পশ্চিমা রাজনীতিবিদ ও গণমাধ্যমকে প্রকাশ্যে উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। যদিও আমেরিকা ওই ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। তবে সে সময় বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যে, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি আগেই জানতো। 

এর আগে অক্টোবর মাসে চীনের জিয়াংশান সিকিুইরটি ফোরামে দেওয়া বক্তৃতায় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুও আমেরিকার পক্ষ থেকে রাশিয়ার ওপর ‘হাইব্রিড যুদ্ধ’ চাপিয়ে দেওয়ার অভিযোগ করেন। 

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে আমেরিকা ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এই যুদ্ধে রাশিয়াকে পরাজিত করতে আমেরিকা ও পশ্চিমা জোট ইউক্রেনকে বিপুল পরিমাণে অস্ত্র এ অর্থ দিচ্ছে। সূত্র: আরটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here