রাশিয়ানদের ভয় দেখানোর চেষ্টা করছে ইউক্রেন; অভিযোগ পুতিনের

0

ইউক্রেন রাশিয়ান নাগরিকদের ভয় দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে ড্রোন হামলার ঘটনার পর পুতিন একথা বলেন। বুধবার (৩১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার রাজধানী মস্কোতে ড্রোন হামলার প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ইউক্রেন রাশিয়ানদের ভয় দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত আটটি ড্রোন সামান্য ক্ষতি করেছে। কিন্তু এই হামলার দায় অস্বীকার করেছে কিয়েভ।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথম রাশিয়ার রাজধানী শহরটি একাধিক ড্রোন হামলার লক্ষ্যবস্তু হলো। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, কেউ গুরুতর আহত হয়নি। বেশ কয়েকটি ড্রোন মস্কোর অভিজাতপূর্ণ পশ্চিম শহরতলীতে পড়ে। এখানে সাধারণত সিনিয়র রুশ কর্মকর্তারা বসবাস করেন।

রাশিয়ান টিভিতে বক্তৃতাকালে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘এটি স্পষ্টতই সন্ত্রাসী কার্যকলাপের লক্ষণ। তারা আমাদেরকে উস্কানি দিচ্ছে।’

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কিয়েভের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থন ‘ইউক্রেনের নেতৃত্বকে সন্ত্রাসবাদসহ আরও বেপরোয়া অপরাধমূলক কাজের দিকে ঠেলে দিচ্ছে’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here