রাশিয়াকে লক্ষ্য করে ইউক্রেনের দূরপাল্লার অস্ত্র মোতায়েন

0

দূরপাল্লার অস্ত্র মোতায়েন করেছেন ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেই এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,  এখন কাজ হল এর সংখ্যা বাড়ানো।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেন এমন অস্ত্র মোতায়েন করেছে, যা সাতশ’ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সরাসরি নাম উল্লেখ না করলেও তাদের লক্ষ্য যে রাশিয়া তা বুঝে নিতে অসুবিধা হয় না।

এই অস্ত্র ইউক্রেনেই তৈরি হয়েছে। কিন্তু এ ব্যাপারে বিস্তারিত আর কোনও তথ্য দেওয়া হয়নি।

জেলেনস্কি টুইট করে বলেছেন, “আমাদের হাতে সাতশ কিলোমিটার পাল্লার অস্ত্র এসে গেছে। এখন লক্ষ্য, এর সংখ্যা বাড়ানো।”

রাশিয়া জানিয়েছে, স্কভে শুক্রবার সকালেও তাদের এয়ার ডিফেন্স ব্যবস্থা একটি অজানা জিনিসকে নিষ্ক্রিয় করেছে। স্কভ ইউক্রেন থেকে ঠিক সাতশ’ কিলোমিটার দূরে।

ইউক্রেনের পশ্চিমা বন্ধু দেশগুলো তাদের অস্ত্র দেওয়ার আগে বলে দিয়েছে যে, সেই অস্ত্র তারা রাশিয়ার এলাকায় ব্যবহার করতে পারবে না।

তবে গত একমাস ধরে রাশিয়ার বিরুদ্ধে ড্রোন হামলা করছে ইউক্রেন। মস্কো-সহ বিভিন্ন শহরে তারা এই হামলা চালিয়েছে।

থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্য়াটেজিক স্টাডিস গত সপ্তাহে জানিয়েছে, ইউক্রেন রাশিয়ার সেনাদের মনোবল ভাঙতে চাইছে। রাশিয়ার কম্যান্ডারদের উপর বাড়তি চাপ তৈরি করতে চাইছে।

ইউক্রেনের সেনা ঝাপোরিজঝিয়াতে বেশ কিছুটা এগোতে পেরেছে। এরপর তারা সবদিক থেকে রাশিয়াকে চাপে রাখতে চাইছে। সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here