যুক্তরাজ্য সরকার কিয়েভকে আরও ৪৫০ মিলিয়ন পাউন্ড সামরিক সহায়তা দেয়ার কথা ঘোষণা করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে লন্ডন।
ইউক্রেনে রাশিয়াকে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করতেই বেলজিয়ামের ব্রাসেলসে ৫০টি দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক আয়োজন করার কথাও জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষাসচিব জন হিলি।
তিনি বলেন, রুশ আগ্রাসন প্রতিরোধে আমাদের আরও সক্রিয় হতে হবে। ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর মাধ্যমে অব্যাহত রাখতে হবে।
ইউক্রেনের জন্য যুক্তরাজ্যের সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে কয়েক হাজার হাজার ড্রোন, অ্যান্টি-ট্যাংক মাইন। এ ছাড়া দেশটি কিয়েভের সামরিক যান মেরামতের জন্যও অর্থায়ন করছে।
প্যাকেজের মধ্যে যুক্তরাজ্য প্রায় ৩৫০ মিলিয়ন পাউন্ড দেবে। যুক্তরাজ্য-নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল ফান্ড ফর ইউক্রেনের মাধ্যমে নরওয়ের কাছ থেকে বাকি অর্থ আসবে।
এই প্যাকেজে ১৬০ মিলিয়ন পাউন্ড রাখা হয়েছে ইউক্রেনকে আগেই দেওয়া যানবাহন ও সরঞ্জাম ঠিকঠাক রাখতে ও মেরামতের জন্য।
সূত্র: বিবিসি