রাশমিকার মেয়ের বিপরীতেও আমি অভিনয় করব: সালমান

0

বলিউড ভাইজান সালমান খানের সিনেমা সিকান্দার মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদে। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় কাজ করল এই দুই তারকা। 

সালমান খানের বয়স যেখানে ৫৯ বছর সেখানে রাশমিকার বয়স মাত্র ২৮। ৩১ বছরের এই লম্বা বয়সের ফারাক বহু দর্শককে অস্বস্তিতে ফেলেছে। সিকান্দর -এর প্রথম ঝলক মুক্তির পর থেকেই নিন্দুকসহ নেটপাড়ার একটি বড় অংশ এই বিষয়টি নিয়ে মন্তব্য শুরু করেছে। কেউ কেউ তাদের জুটিকে অসম বলেও মন্তব্য করেছে। 

সম্প্রতি ‘সিকান্দার’-এর ঝলক মুক্তির অনুষ্ঠানেও বয়সের পার্থক্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন সালমান। যেখানে ভাইজানের জবাব শুনে হাসির রোল পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  

মঞ্চে তখন ‘সিকান্দার’-এর পরিচালক, প্রযোজক থেকে শুরু করে ছবির কলাকুশলীরা দাঁড়িয়ে। তাদের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছেন সালমান। পাশে দাঁড়িয়ে ছিলেন রাশমিকা। প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই এক সাংবাদিক সালমানকে তার ও রাশমিকার বয়সের পার্থক্য নিয়ে প্রশ্ন করে বসেন। জবাবে মজার সুরে সালমান বলেন, ‘যখন আমার সঙ্গে এই বয়সের পার্থক্য নিয়ে নায়িকার নিজের কোনও সমস্যা হচ্ছে না, তখন আপনার কেন এত সমস্যা হচ্ছে বলুন তো?’

এরপর অভিনেতা যোগ করেন, ‘আর একটা কথা…যখন রাশমিকা বিয়ে করবে, তার সন্তান হবে…সেই মেয়ের বিপরীতেও আমি পর্দায় অভিনয় করব। আমি নিশ্চিত মেয়ের মা-এর অনুমতি পেয়ে যাব।’ 

সালমানের কথা শেষ হতেই সবাই হাসিতে ফেঁটে পড়েন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here