রাশফোর্ডকে ছেড়ে দিল ইউনাইটেড

0

মাত্র ৭ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন মার্কাস রাশফোর্ড। এরপর ওল্ড ট্রাফোর্ডই হয়ে উঠেছিল তার ঘর-বাড়ি। কিন্তু শেষ পর্যন্ত সেই বাড়ি ছাড়তে হচ্ছে। ধারে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে অ্যাস্টন ভিলায় চলে যাচ্ছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানান, এরই মধ্যে অ্যাস্টন ভিলায় মেডিক্যাল পরীক্ষাও দিয়েছেন রাশফোর্ড।

ইউনাইটেড ছাড়ার প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রাম পোস্টে রাশফোর্ড লিখেছেন, ‘ধারের চুক্তিটা সম্পন্ন করার জন্য আমি ম্যানচেস্টার ইউনাইটেড এবং অ্যাস্টন ভিলাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সৌভাগ্যবান যে কিছু ক্লাব আমাকে নিতে চেয়েছে, তবে অ্যাস্টন ভিলায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল।

অ্যাস্টন ভিলা এ মৌসুমে যেভাবে খেলেছে সেটা আমার খুব পছন্দ হয়েছে এবং কোচের আকাঙ্ক্ষাও আমার ভালো লেগেছে। আমি শুধু ফুটবলটাই খেলতে চাই এবং মাঠে নামার জন্য উন্মুখ হয়ে আছি। আমি বাকি মৌসুমের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডকে শুভকামনা জানাতে চাই।’

আপাতত ধারে যোগ দিলেও সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, পরবর্তী সময়ে রাশফোর্ডের সঙ্গে অ্যাস্টন ভিলা চাইলে স্থায়ী চুক্তিতে যেতে পারবে। তবে ভিলা যদি চুক্তি স্থায়ী করতে না চায় তবে আগামী গ্রীষ্মে আবার ইউনাইটেডে ফিরে আসবেন এই ফরোয়ার্ড।

২০১৬ সালে দলটির সিনিয়র দলে যোগ দেওয়ার পর খেলেছেন সাড়ে নয় মৌসুম। এ সময় ৪২৬ ম্যাচ খেলে গোল করেছেন ১৩৮টি। রাশফোর্ড এ সময়ে দলটির হয়ে ৫টি শিরোপাও জিতেছেন। এবার তাকে ছাড়তে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।

রুবেন আমোরিম ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার পর থেকেই গুঞ্জন ওঠে রাশফোর্ডকে ছেড়ে দেওয়ার। সম্প্রতি অনিয়ন্ত্রিত জীবনযাপনের অজুহাত দেখিয়ে দল থেকে ছেঁটে ফেলা হয় তাকে। আমোরিমের অধীনে গত ১২ ডিসেম্বর ইউনাইটেডের জার্সিতে শেষ ম্যাচ খেলেন রাশফোর্ড। এবার কোচকে সন্তুষ্ট করতে না পারার কারণেই ক্লাব ছাড়তে হচ্ছে রাশফোর্ডকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here