রাম চরণের নায়িকা হচ্ছেন রাভিনার ১৭ বছর বয়সী কন্যা!

0

রাম চরণ, ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা। তাকে নিয়ে নির্মাতা বুচি বাবু সানা একটি ছবি নির্মাণ করছেন। ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমায় এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন রাম চরণ। স্পোর্টস-ড্রামা ঘরানার সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।

সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, বুচি বাবু এ সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের কন্যা রাশাকে নেওয়ার জন্য কথা চালাচালি করছেন। পরিচালক বিশ্বাস করেন, তার প্রস্তাবে ‘হ্যাঁ’ বলবেন ১৭ বছর বয়সী রাশা।

মিথরি মুভি মেকার্স প্রযোজিত এ সিনেমার শুটিং আগামী বছরের জানুয়ারিতে শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতারা। একই বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি পাবে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পরিচালক অভিষেক কাপুরের হাত ধরে বলিউডে অভিষেক হতে যাচ্ছে রাশার। অভিষেক কাপুর তার আপকামিং সিনেমার জন্য রাশাকে সাইন করিয়েছেন। অজয় দেবগনের ভাইয়ের ছেলে আমান দেবগনকে এই সিনেমায় রাশার বিপরীতে দেখা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here