রামুতে জাল নোট উদ্ধার

0

কক্সবাজারের রামুতে ৪ লাখ ১৯ হাজার টাকা জাল নোট উদ্ধার করছে পুলিশ। গোপন সংবাদ পেয়ে ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিরঝিল নুরানী একাডেমি ও ফোরকানিয়া মাদ্রাসার সামনে থেকে এই টাকা উদ্ধার করা হয়।
সূত্রে প্রকাশ, পশ্চিম মনিরঝিল এলাকার শামশুল আলমের ছেলে নজরুল ইসলাম ৪ লাখ ১৯ হাজার টাকা নিয়ে রামু ব্যাংক কর্মচারী মনিরঝিল এলাকার বাসিন্দা ইসলামকে দেখানোর কথা বলে নিয়ে আসে। ব্যাংক কর্মচারী টাকাগুলো জাল নোট বলার সাথে সাথে টাকা রেখে পালিয়ে যায় ।

পরে স্থানীয় চৌকিদার জহির উদ্দিন টাকাগুলো জব্দ করে রামু থানায় জানালে উপপরিদর্শক রাহুল ঘটনাস্থল পরিদর্শন করে টাকাগুলো জব্দ করেন। উপপরিদর্শক রাহুল জাল টাকা উদ্ধারের বিষয়টি স্বীকার করে জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here