রামগতিতে অভিযানে দু’টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

0
রামগতিতে অভিযানে দু’টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ ইটভাটায় অভিযান শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, ফায়ার সার্ভিস সদস্য ও বিদ্যুৎকর্মীদের নিয়ে অভিযান চালানো হয়। টানা ৬ দিন এ অভিযান চলবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

অভিযানের প্রথম দিনেই উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের আমানত ব্রিক্স ও জেএসবি ব্রিক্স নামক দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। ৫টি ভেকু দিয়ে ভাটার চুল্লি, চিমনি এবং কাঁচা ইট বিনষ্ট করে দেওয়া হয়। এ সময় ভাটায় থাকা বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন, ঢাকা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান, লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন প্রমুখ।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেন, রামগতি ও কমলনগরে ৫১টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৪৯টি ভাটা অবৈধ। সেগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে। টানা ৬ দিন অভিযান চলবে। অবৈধ ভাটা ভেঙে দেওয়ার পরেও যাতে চালু করতে না পারে, সে জন্য অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here