রাবাদার ১০ বছরের পুরনো সেই রেকর্ড ভাঙলেন স্ট্রাকার

0

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত ৬ ম্যাচ খেলেছে। তার মধ্যে মাত্র ২ ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন টম স্ট্রাকার। গেল ২৫ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন। এরপর বৃহস্পতিবার সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে আবার সুযোগ পান তিনি। চার্লি অ্যান্ডারসনের পরিবর্তে মাঠে নেমে করেন বাজিমাত।

এদিন বল হাতে রীতিমতো আগুন ঝরালেন এই মিডিয়াম পেসার। ৯.৫ ওভার বল করে ১ মেডেনসহ ২৪ রান দিয়ে নেন ৬টি উইকেট। যা যুব বিশ্বকাপের সেমিফাইনাল কিংবা ফাইনালে সেরা বোলিং ফিগার।

স্ট্রাকারের বোলিং তোপে পাকিস্তান মাত্র ১৭৯ রানে অলআউট হয় ৪৮.৫ ওভারে। জবাব দিতে নেমে পাকিস্তানের আলী রাজার (১০ ওভার, ২ মেডেন, ৩৪ রান, ৪ উইকেট) বোলিং তোপে পড়ে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ৪৯.১ ওভারে ৯ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় তারা। ১৪ বছর পর নিশ্চিত করে যুব বিশ্বকাপের ফাইনাল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here