ফিলিস্তিনের গাজার সর্বদক্ষিণের রাফা শহরে হামলায় মার্কিন অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল। ঘটনাস্থলের ফুটেজ বিশ্লেষণে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাফার তালুস সুলতান শরণার্থী শিবিরে মার্কিন অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিবিরের ঘর-বাড়িতে আগুন লেগে যায়। এতে জীবন্ত পুড়ে ৪৫ বাস্তুচ্যুত ফিলিস্তিনি নিহত হয়। এছাড়া আরও ২০০ জন আহত হয়।
সিএনএন রবিবারের হামলার দৃশ্যে তোলা ফুটেজ যাচাইয়ের জন্য চার বিস্ফোরক অস্ত্র বিশেষজ্ঞকে দায়িত্ব দেওয়া হয়। তারা জানান, জিওলোকেটেড ভিডিওটিতে মার্কিন তৈরি জিবিইউ-৩৯ ছোট ব্যাসের বোমা’ এর লেজ দেখা গেছে।
সিএনএন যোগ করেছে, অস্ত্রের অবশিষ্টাংশে দেখা সিরিয়াল নম্বরগুলো ক্যালিফোর্নিয়া-ভিত্তিক জিবিইউ-৩৯ যন্ত্রাংশের প্রস্তুতকারকের সাথে মিলেছে। সূত্র: সিএনএন