রাফায় ইসরায়েলি হামলার পরিকল্পনা, যা বললেন কানাডা- অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

0

ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা অঞ্চলে ইসরায়েলের হামলা পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা।

তারা যৌথ বিবৃতিতে বলেছেন, রাফায় যদি ইসরায়েলি বাহিনী সামরিক হামলা চালায় তাহলে সেখানে ভয়াবহ এক মানবিক বিপর্যয় ঘটবে। এ বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। এ জন্য তারা বলেছেন, বন্ধু এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শোনা উচিত ইসরায়েলের। তা হল- হামাসকে পরাজিত করার মূল্য যেন সাধারণ মানুষকে দিতে না হয়। 

গাজার খান ইউনূসে অবস্থিত নাসের হাসপাতাল থেকে শত শত মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। এরপর তাদের স্নাইপার হামলার মধ্যেই ওই হাসপাতালে আটকে থাকা বিপুল সংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছিলেন। এরই মধ্যে গাজায় ইসরায়েলের ড্রোন হামলায় আহত হয়েছেন দু’জন সাংবাদিক। তাদের অবস্থা আশঙ্কাজনক। এ হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে- বুধবার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজায় প্রাণ হারিয়েছে ১০৩ ফিলিস্তিনি। এতে হামলার ১৩১তম দিনে উপত্যকাটির প্রাণহানি পৌঁছেছে ২৮ হাজার ৫৭৬ জনে। অন্যদিকে একই সময়ে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ২৯১ জনে।

উল্লেখ্য, বিগত চার মাসেরও বেশি সময় ধরে গাজায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে ওই উপত্যকার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আগ্রাসনে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে চরম মানবিক সংকটে পড়েছে গাজাবাসী। সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here