গাজা উপত্যকার রাফা শহরে ইসরায়েলি অভিযানের প্রতিক্রিয়া ‘পুরো অঞ্চলে’ ছড়িয়ে পড়বে বলে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
রাফায় ইসরায়েলি বাহিনীর অভিযানের পরিণাম নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই মন্তব্য করেছেন।
মহাসচিব বলেন, “আরও অসংখ্য বেসামরিক লোকজনের হতাহত হওয়ার ঘটনা ঘটবে। আরও অসংখ্য পরিবার আবার পালাতে বাধ্য হবে; যদিও যাওয়ার কোনও নিরাপদ জায়গা নেই।”
তিনি বলেন, “অভিযানের প্রতিক্রিয়া আরও বহুদূর—পশ্চিম তীর ও গোটা অঞ্চলে অনুভূত হবে।”
রাফায় ইসরায়েলের অভিযানের ফলে গাজা উপত্যকায় তৈরি হওয়া পরিস্থিতি ‘ভুল পথে’ এগোচ্ছে বলেও সতর্ক করে দেন জাতিসংঘপ্রধান। সূত্র: আল-জাজিরা, এএফপি