রান পাহাড়ে শ্রীলঙ্কা, ফলোঅনের শঙ্কায় আইরিশরা

0

টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনটা দারুণ ব্যাটিংয়ে রাঙিয়ে রাখলেন সাদিরা সামারাবিক্রমা। ৬ বছর পর এই সংস্করণে খেলতে নেমে উপহার দিলেন সেঞ্চুরি। দিমুথ করুনারত্নে, কুসাল মেন্ডিসের পর শতকের দেখা পেলেন দিনেশ চান্দিমালও। তাদের নৈপুণ্যে রান পাহাড় গড়ল শ্রীলঙ্কা। পরে দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ড ব্যাটিংয়ে ধস নামান প্রবাথ জয়াসুরিয়া। 

গল টেস্টে সোমবার (১৭ এপ্রিল) ৬ উইকেটে ৫৯১ রান নিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। ব্যাটিং বিপর্যয়ে পড়া আইরিশরা দ্বিতীয় দিন শেষ করে ৭ উইকেটে ১১৭ রান নিয়ে। এখনও সফরকারীরা পিছিয়ে ৪৭৪ রানে।  করুনারত্নের ১৭৯ ও মেন্ডিসের ১৪০ রানে প্রথম দিনই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় শ্রীলঙ্কা। পরদিন চান্দিমাল খেলেন ১২ চারে ১০২ রানের ইনিংস। ২০১৭ সালের পর টেস্ট খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে সামারাবিক্রমা করেন ১১ চারে ১০৪ রান। তাদের দুইজনের অবিচ্ছিন্ন জুটি ১৮৩ রানের। সপ্তম উইকেটে শ্রীলঙ্কার যা তৃতীয় সর্বোচ্চ। আয়ারল্যান্ড ব্যাটিং গুঁড়িয়ে দেওয়া জয়াসুরিয়া ৪২ রান দিয়ে নেন ৫ উইকেট। ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টে পঞ্চমবার পাঁচ উইকেট নিলেন বাঁহাতি এই স্পিনার। 

অ্যান্ডি ম্যাকব্রাইনকে চার মেরে ১৫২ বলে কাঙ্ক্ষিত তিন অঙ্কে পা রাখেন দারুণ খেলতে থাকা চান্দিমাল। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের এটি চতুর্দশ টেস্ট শতক। সবশেষটি করেছিলেন গত বছর জুলাইয়ে, অস্ট্রেলিয়ার বিপক্ষে গলে।  দ্রুত রান তুলতে থাকেন সামারাবিক্রমা। ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে বেন হোয়াইটকে টানা দুই চার মেরে ১১২ বলে স্পর্শ করেন তিনি সেঞ্চুরি। ওই ওভারের পরই ইনিংস ঘোষণা করে দেয় শ্রীলঙ্কা। 

জবাব দিতে নামা আইরিশ শিবিরে ইনিংসের দ্বিতীয় ওভারেই জোড়া আঘাত হানেন বিশ্ব ফার্নান্দো। মারে কমিন্সকে বোল্ড করার তিন বল পর বাঁহাতি এই পেসার ফিরিয়ে দেন অ্যান্ডি বালবার্নিকে। ৪ রানে ২ উইকেট হারানো দলের হয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা চালান জেমস ম্যাককলাম ও হ্যারি টেক্টর। তাদের ৭০ রানের জুটি ভাঙে জয়াসুরিয়ার বলে টেক্টরের বিদায়ে। এক বল পর কাভারে ক্যাচ তুলে দেন কার্টিস ক্যাম্পার। 

উইকেটে জমে যাওয়া ম্যাককলামের (৫ চারে ৩৫) স্টাম্প পরের ওভারে ভেঙে দেন জয়াসুরিয়া। জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার পিটার মুরের পর জর্জ ডকরেলকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন এই স্পিনার।  ধুঁকতে থাকা আইরিশদের টানছেন বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি উপহার দেওয়া টাকার। উইকেটে তার সঙ্গী ম্যাকব্রাইন। 

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৩১ ওভারে ৫৯১/৬ ডিক্লে. (আগের দিন ৩৮৬/৪) (চান্দিমাল ১০২*, জয়াসুরিয়া ১৬, ধনাঞ্জয়া ১২, সামারাবিক্রমা ১০৪*; অ্যাডায়ার ২৪.৩-৩-৯৫-১, ক্যাম্পার ২১-২-৮৪-২, ম্যাকব্রাইন ৪০-২-১৬২-১, হোয়াইট ২২-০-১৯-১, ডকরেল ২১.৩-০-১১২-১, টেক্টর ২-০-১২-০)

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৪৫ ওভারে ১১৭/৭ (ম্যাককলাম ৩৫, কমিন্স ০, বালবার্নি ৪, টেক্টর ৩৪, ক্যাম্পার ০, মুর ১৪, টাকার ২১*, ডকরেল ২, ম্যাকব্রাইন ৫*; আসিথা ৫-২-৯-০, বিশ্ব ৬-১-২২-২, জয়াসুরিয়া ১৯-৯-৪২-৫, রমেশ ১৪-৩-৪০-০, ধনাঞ্জয়া ১-০-৪-০)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here