ওপেনার সঙ্কট বাংলাদেশ ক্রিকেটের পুরনো রোগ। গত দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সঙ্কট বাংলাদেশকে বেশ ভুগিয়েছে। আরব আমিরাতের টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটন কুমার দাসের পারফর্ম্যান্স হতাশ করেছিল সবাইকে। তারপর অবশ্য ২০২২ সালটা দারুণ ছন্দে ছিলেন লিটন। বিশেষ করে লাল বলের ক্রিকেটে তিনি রীতিমতো চমক দেখিয়েছেন। তবে ২০২৩ সালে এসে আবারো দ্যুতিহীন লিটনের ব্যাট। আশানুরূপ রান করতে পারছেন না এই ওপেনার।
ওয়ানডে বিশ্বকাপের মতো বড় আসরের আগেও ফের নিষ্প্রাণ লিটনের ব্যাট। এই বছর ১২ ওয়ানডে খেলে তার রান ৩০১। গড় ৩০.১০। অথচ গত বছর ওয়ানডেতে তার গড় ছিল ৫২.৪৫। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতেও লিটন সুবিধা করতে পারেননি। ৭ ইনিংসে ২১.৭১ গড়ে তার রান ছিল স্রেফ ১৫২। লঙ্কা প্রিমিয়ার লিগেও একই হাল। সেখানে তিন ইনিংস খেলে তার রান ৪ বলে ১, ৭ বলে ৮ ও ১৯ বলে ২৫।
তবে বাংলাদেশ জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘তার (লিটন) ফর্ম নিয়ে এই মুহূর্তে আমার কোনো দুর্ভাবনা নেই। কারণ সে কানাডা ও শ্রীলঙ্কায় যে টুর্নামেন্টগুলিতে খেলেছে, সেসব ছিল টি-টোয়েন্টি। সে কঠোর অনুশীলন করছে। ওই টুর্নামেন্টগুলিতে যদি দেখেন, পিচগুলি খুব ভালো ছিল না, হাই-স্কোরিং ছিল না, বিশেষ করে কানাডায়। শ্রীলঙ্কাতেও কিছুটা সেরকমই ছিল। যা কিছু রানই সে করেছে সেখানে, সবই প্রভাববিস্তারি রান। আমরা তাকে দেখতে চাই ভিন্ন ভূমিকায়, এশিয়া কাপ ও বিশ্বকাপে দেখতে চাই অনেক বড় ভূমিকায়। আশা করি, সে তা দেখাবে।’