আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। টস হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ২৪৭ রানের লক্ষ্য দেয়। রান তাড়া করতে নেমে আয়ারল্যান্ড ১৬.৩ ওভারে ৬৫ রান না তুলতেই আসে বৃষ্টি। এরপর আর ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।
যদিও এদিন আগে ব্যাট করা বাংলাদেশ বড় সংগ্রহ করতে ব্যর্থ হয়। একাদশে ছিলেন ৬ জন স্পেশালিষ্ট ব্যাটার। একজন ব্যাটার কম থাকা এবং টাইগারদের মাঝারি পুঁজির পেছনে এর কোনো ভূমিকা ছিল কিনা- এমনটা জানতে চাওয়া হয় ব্যাটার নাজমুল হোসেন শান্তকে।
শান্ত আরও বলেন, ‘আমার কাছে মনে হয় এটা আমাদের কাছে নতুন একটি অভিজ্ঞতা। মিরাজ খুব ভালো অবস্থায় আছে ব্যাটিংয়ে। আমরা যদি অতীতের কিছু ম্যাচ দেখি খুব ভালো ভালো জায়গা থেকে সে আমাদের জিতিয়েছে। আমরা মিরাজকে এভাবে দেখছি না যে, সে মোটামুটি ব্যাটিং করতে পারে। সেটা আমরা চিন্তাই করছি না। সে একজন প্রোপার ব্যাটার। সে ভালো অবস্থায় আছে। কিন্তু এটা একটু নতুন অভিজ্ঞতা।’
টপ অর্ডার ব্যাটারদের দায়িত্ব নেয়ার কথা জানিয়ে শান্ত বলেন, ‘আমরা যদি আজকের ম্যাচের কথা চিন্তা করি। ছোট ছোট জুটির পর আমরা যে উইকেটগুলো হারিয়েছি এটা যদি না হতো নাহলে এরকম পরিস্থিতি হতো না। ওপরের ব্যাটাররা যদি আরেকটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করত, তাহলে মনে হয় এরকম পরিস্থিতি তৈরি হতো না।’