ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১১৫ বলে ১২১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে টি-টোয়েন্টি স্কোয়াডে ঢুকে গেলেন শ্রীলঙ্কান ব্যাটার পাভান রাথনায়েকে। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন নুয়ান থুসারা, দুশাম হেমন্থ এবং কামিন্দু মেন্ডিস।
দলে জায়গা ধরে রেখেছেন বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে। স্পিন ইউনিটে ভেল্লালাগে ছাড়াও বিশেষজ্ঞ স্পিনার হিসেবে মাহিশ থিকশানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা রয়েছেন। পার্ট টাইমার হিসেবে রয়েছেন চারিথ আসালাঙ্কা এবং ধনঞ্জয়া ডি সিলভা।
পেস ইউনিটে প্রমোদ মাদুশানের সাথে রয়েছেন ইশান মালিঙ্কা। সাথে রয়েছেন দুশমন্থ চামিরা এবং মাথিশা পাথিরানা। নুয়ান থুসারা টি-টোয়েন্টি দলে পরিচিত মুখ হলেও ফর্ম হারিয়ে দল থেকে বাদ পড়েছেন।
ব্যাটিং ইউনিটে পাভান রাথনায়েকে বাদে দলে আছেন চেনা মুখরাই। এছাড়া দলে ফিরেছেন কুশল পেরেরা, বর্তমানে কেবল টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ তিনি।
এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড দেয়নি শ্রীলঙ্কা। ইংল্যান্ড সিরিজের তিন টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩০ জানুয়ারি, ১ ফেব্রুয়ারি এবং ৩ ফেব্রুয়ারি। সিরিজের তিন ম্যাচই পাল্লেকেলেতে।
৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ভারত এবং শ্রীলঙ্কায় চলবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ।
ইংল্যান্ড সিরিজের শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল:
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, পাভান রাথনায়েকে, দুনিথ ভেল্লালাগে ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমন্থ চামিরা, প্রামোদ মাদুশান, মাথিশা পাথিরানা, ইশান মালিঙ্গা।

