রাতে চ্যাম্পিয়নস লিগে মাঠে নামছে ৩৬ দল!

0

উয়েফা চ্যাম্পিয়নস লিগে নকআউটের লড়াইয়ে রাতে মাঠে নামছে ৩৬ দল। এখন পর্যন্ত নিশ্চিতভাবে শেষ আটের জায়গায় আছে কেবল দুই ক্লাব লিভারপুল ও বার্সেলোনা। ১৮ ম্যাচের রাতেই নির্ধারিত হবে ম্যানচেস্টার সিটির ভাগ্য। সিটি কি পারবে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে উঠতে?

এখন পর্যন্ত ১৭টি দল পরের রাউন্ড নিশ্চিত করলেও সরাসরি শেষ ষোলো নিশ্চিত হয়েছে মাত্র দু’টি দলের। ৯ থেকে ২৪ নম্বরের মধ্যে থেকে কারা যাবে প্লে-অফে, সেটিও নিশ্চিত হবে আজ।

নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগ। ৩৬ দলের লিগ পর্ব। প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ ২৪টি দল যাবে নকআউট পর্বে। যাদের প্রথম আটটি সরাসরি সুযোগ পাবে শেষ ষোলোতে। ৯ম থেকে ২৪তম-এই ১৬ দলের আটটি প্লে-অফ পর্ব শেষে যোগ দেবে শেষ ষোলোতে।

ম্যানচেস্টার সিটি-ক্লাব ব্রুগা 

সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বাঁচা–মরার ম্যাচ। সাত ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে আছে সিটি। সেরা ২৪-এ থেকে প্লে-অফ খেলতে ব্রুগার বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো উপায় নেই পেপ গার্দিওলার দলের। তবে নিজেরা জিতলেই তো হচ্ছে না, অন্য ম্যাচের দিকেও খানিক তাকিয়ে থাকতে হবে তাদের। অন্যদিকে প্লে-অফ নিশ্চিত করতে ড্র করলেই চলবে বেলজিয়াম ক্লাব ব্রুগের।

স্টুটগার্ট-পিএসজি

পিএসজি ২২ নম্বরে ও স্টুটগার্ট আছে ২৪ নম্বরে। দুই দলেরই সমান ১০ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে পিএসজি। যারা জিতবে, তারা উঠে যাবে প্লে-অফে। অবশ্য ম্যান সিটি ও দিনোমা জাগরেব পয়েন্ট হারালে এ ম্যাচ হেরেও পরের রাউন্ডে যেতে পারে দুই দল।

ব্রেস-রিয়াল মাদ্রিদ 

দুই দলেরই প্লে-অফ নিশ্চিত। ১৩ পয়েন্ট নিয়ে ফরাসি ক্লাব ব্রেস্ত আছে ১৩ নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে রিয়াল। যেই জিতুক সরাসরি শেষ ষোলোতে যাওয়াটা নির্ভর করবে অন্য ম্যাচের ফলের ওপর।

বরুশিয়া ডর্টমুন্ড-শাখতার দোনেৎস্ক

১২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে থাকা ডর্টমুন্ডের প্লে-অফ খেলা নিশ্চিত। জিতে গেলে জার্মান ক্লাবটি সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলোতেও খেলতে পারে। ৭ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে থাকা শাখতার এই ম্যাচ জিতেও বাদ পড়ে যেতে পারে।

ইন্টার মিলান-এএস মোনাকো

ড্র করলেই শেষ ষোলো নিশ্চিত ১৬ পয়েন্ট নিয়ে চারে থাকা ইন্টার মিলানের। ফরাসি ক্লাব মোনোকোর প্লে-অফ নিশ্চিত, ইন্টারকে হারালে উঠে যেতে পারে শেষ ষোলোতে।

১২ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে থাকা জুভেন্টাসের প্লে-অফ নিশ্চিত। জুভেন্টাসকে হারালে ১০ পয়েন্ট নিয়ে ২১ নম্বরে পড়ে থাকা বেনফিকাও নিশ্চিত করবে প্লে-অফ। ম্যান সিটি ও দিনোমা জাগরেব পয়েন্ট হারালে এই ম্যাচ হেরেও নকআউট পর্বে উঠতে পারে পর্তুগিজ ক্লাবটি।

সালজবুর্গ-আতলেতিকো মাদ্রিদ

মাত্র ১টি জয়ে ৩ পয়েন্ট পাওয়া সালজবুর্গ বিদায় নিয়েছে। ১৫ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা আতলেতিকো মাদ্রিদের জন্য ম্যাচটি শেষ ষোলো নিশ্চিত করার। পয়েন্ট হারালেও সরাসরি শেষ ষোলোতে খেলতে পারে স্প্যানিশ ক্লাবটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here