রাডার লকের ঘটনায় চীনের রাষ্ট্রদূতকে তলব জাপানের

0
রাডার লকের ঘটনায় চীনের রাষ্ট্রদূতকে তলব জাপানের

জাপানের ওকিনাওয়া দ্বীপের কাছে দুটি ‘বিপজ্জনক’ ঘটনায় চীনা যুদ্ধবিমানগুলো জাপানি সামরিক এয়ারক্রাফট লক্ষ্য করে ফায়ার কন্ট্রোল রাডার লক তাক করেছিল বলে অভিযোগ করেছিল টোকিও। এ ঘটনায় চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে জাপান। এতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) চীনা রাষ্ট্রদূত উও জিয়াংহাওকে তলবের পাশাপাশি এ ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। জাপান এ ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ ও ‘বিপজ্জনক উসকানি’ আখ্যা দিয়েছে। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাইওয়ানকে সমর্থন জানিয়ে মন্তব্য করেন। তার পরপরই এই ঘটনা ঘটলো।

চীনের অভিযোগ, জাপানি বিমানগুলো তাদের নৌবাহিনীর প্রশিক্ষণ এলাকায় ঘন ঘন ঢুকে পড়ে এবং চীনের স্বাভাবিক মহড়া ব্যাহত করে। টোকিওর অভিযোগকে তারা ‘বাস্তবতার সঙ্গে অসঙ্গত’ বলে মন্তব্য করেছে।

জাপানের উপ–পররাষ্ট্রমন্ত্রী তাকেহিরো ফুনাকোশি চীনা রাষ্ট্রদূত উ জিয়াংহাওকে তলব করে বলেছেন, এই ধরনের বিপজ্জনক আচরণ অত্যন্ত দুঃখজনক।

গত রবিবার (৭ ডিসেম্বর) জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওকিনাওয়া মূল দ্বীপের দক্ষিণ-পূর্বে আন্তর্জাতিক জলসীমার আকাশে জাপানের যুদ্ধবিমানগুলোর দিকে ‘রাডার লক’ করে চীনা ফাইটার জেট। এ ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির পাশাপাশি তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে,  চীনের জে-১৫ যুদ্ধবিমান দুবার জাপানি যুদ্ধবিমান এফ-১৫ জেটের দিকে ফায়ার-কন্ট্রোল রাডার নির্দেশ করে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

জাপানের উপ–পররাষ্ট্রমন্ত্রী তাকেহিরো ফুনাকোশি চীনা রাষ্ট্রদূত উ জিয়াংহাওকে তলব করে বলেছেন, এই ধরনের বিপজ্জনক আচরণ অত্যন্ত দুঃখজনক। এর আগে গত নভেম্বর মাসে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি মন্তব্য করেছিলেন যে তাইওয়ানে চীন হামলা করলে তা জাপানের জন্য অস্তিত্ব হানিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে এবং টোকিও তখন সমষ্টিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে। তার এই মন্তব্যে বেইজিং–টোকিও উত্তেজনা বেড়ে যায়।

চীন ওই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে চীনা নাগরিকদের জাপানে ভ্রমণ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছিল। এছাড়া জাপান থেকে সামুদ্রিক খাদ্য আমদানি স্থগিত করে এবং জাপান–দক্ষিণ কোরিয়ার সঙ্গে নির্ধারিত ত্রিপক্ষীয় মন্ত্রীদের বৈঠকও স্থগিত করে।

সূত্র: এএফপির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here