দাম্পত্য টানা পোড়েনের মধ্যেও পরীমণিকে এ কেমন উপহার দিলেন তার স্বামী শরিফুল রাজ। কাগুজে বিচ্ছেদ না হলেও বর্তমানে আলাদাই থাকছেন তারা। তাদের ছেলে রাজ্য ভীষণ অসুস্থ। তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করছেন পরী। তবে পাশে নেই রাজ। এ নিয়ে নেটমাধ্যমে তোপের মুখে পড়েন অভিনেতা। আর এ সমালোচনা ঢাকতেই যেন রাজের নতুন অভিনয়।
রাজ জানালেন, ছেলেকে ভীষণ মিস করছেন তিনি। সাথে ছেলের মায়ের জন্য পাঠালেন একশ কোটি চুমু। মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে ছেলে রাজ্যর একটি ভিডিও পোস্ট করেন রাজ। ২৫ সেকেন্ডের সেই ভিডিওতে ছোট্ট রাজ্যকে গাড়ির সামনের অংশে খেলতে দেখা যাচ্ছে। ছেলেকে উদ্দেশ্য করে ক্যাপশনে রাজ লেখেন, ‘খোকা! নিস্তব্ধতায় তোমার শ্বাস আমার অনেক প্রিয়। তোমাকে চুমু খেতে খুব ইচ্ছে করছে। তোমার স্পর্শ আর ঘ্রাণ চোখটা বন্ধ করলেই মগজে টের পাই। বাবা তোমাকে অনেক মিস করছে, অনেক। আম্বাকে (পরীমণি) একশো কোটি চুমু দিও।’