২০২২ সালের সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজপ্রথা অনুযায়ী তার ছেলে তৃতীয় চার্লস রাজা হয়েছেন। তাকে আনুষ্ঠানিকভাবে মুকুট পরানো হবে আগামী ৬ মে। এ অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে হ্যারি ও তার স্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
২০২০ সাল থেকে রাজদায়িত্ব ত্যাগ করে হ্যারি-মেগান বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। রাজদায়িত্ব ছাড়লেও তাদের ডিউক অব সাসেক্স ও ডাচেস অব সাসেক্স উপাধি এখনো বহাল আছে। রাজার অভিষেক অনুষ্ঠানে হ্যারি ও মেগান যোগ দেবেন কি না, সে সিদ্ধান্ত এখনো জানাননি তারা।
বাকিংহাম প্যালেস এ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
গত জানুয়ারিতে প্রকাশিত এক আত্মজীবনীতে হ্যারি দাবি করেন, মেগানকে নিয়ে ভাই উইলিয়ামের তর্কাতর্কি হয়। ওই সময় উইলিয়াম তাকে আক্রমণ করেন। এই তথ্য প্রকাশ হওয়ার পর হ্যারির সঙ্গে তার বাবা তৃতীয় চার্লস ও উইলিয়ামের মধ্যকার দূরত্ব আরও বেড়েছে।
চলতি সপ্তাহে খবর প্রকাশ হয়েছে, হ্যারি ও মেগানকে ব্রিটিশ রাজপরিবারের উইন্ডসর প্রাসাদের বাড়ি ছাড়তে বলা হয়েছে। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ বিয়ের সময় হ্যারি ও মেগানকে এই বাড়ি উপহার দিয়েছিলেন। বাড়ি ছাড়লে বছরের শেষ থেকে তাদের যুক্তরাজ্যে থাকার আর নিজস্ব কোনো জায়গা থাকবে না।
যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর হ্যারি-মেগান খুব বেশি যুক্তরাজ্যে যাননি। গত বছরের সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত হন তারা। সূত্র: ফক্স নিউজ