ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আঃ. রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েতসহ ডাবল মার্ডারের ঘটনায় থানায় মামলা (নং-১০) দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজনৈতিক প্রতিপক্ষ ইউপি সদস্য ও বিএনপি নেতা সাইফুল ইসলাম লালুসহ ১৫ জনের বিরুদ্ধে নিহত রব হাওলাদারের পুত্র লিয়াকত হোসেন বাদী হয়ে রাজাপুর থানায় হত্যা মামলাটি দায়ের করেন। অন্যদিকে ঘটনার পর পুলিশী অভিযানে আটক আসাদ, মিজান, সজল ও শাহজাহানসহ চার জনকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০দিনের রিমান্ডে নিয়েছে।
এ বিষয়ে মামলার বাদী লিয়াকত হোসেন হাওলাদার জানান, তার পিতা আ. রব হাওলাদার ১৭ বছর ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এসময় এলাকাবাসীকে সাথে নিয়ে স্থানীয় মাদক ব্যবসায়ী ও চোর-ডাকাতদের এলাকা ছাড়া করেন। এ চক্রটি বিগত নির্বাচনের পূর্ব থেকে বিএনপি নেতা বর্তমান ইউপি সদস্য সাইফুল ইসলাম লালুর পক্ষ নেয়। লালুর শেল্টারে এই চক্রটি এলাকায় অবস্থান নিয়ে তার পিতা ও ভাইকে হত্য করে জানিয়ে সে খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।