জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, যেদিন থেকে জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, সেদিন থেকেই আজ পর্যন্ত বাংলাদেশ উন্নয়নে রোল মডেলে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের অগ্রযাত্রায় বদলে দিয়েছে বাংলাদেশের রূপ। অথচ রাজাকারের প্রেতাত্মা বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
তিনি বলেন, শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বিএনপি-জামাত আবারও ষড়যন্ত্র শুরু করেছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। আগামী নির্বাচনে দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। এ দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নাই।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুল-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শামীম আলম সরকার বাবু, পৌর মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক খ্রিস্টিনা লাভলি দাস, যুগ্ম আহ্বায়ক সেহেলী আক্তার ছবি প্রমুখ।