ঘরের মাঠে খেলতে নামা রাজস্থান রয়্যালসকে গুঁড়িয়ে দিল হার্দিক পান্ডিয়ার দল গুজরাট টাইটান্স। শীর্ষস্থান মজবুত করার ম্যাচে জয় পেয়েছে ৯ উইকেটে।
জয়পুরে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। ইনিংসের ১৩ বল বাকি থাকতেই মাত্র ১১৮ রানে গুটিয়ে যায় তারা। গুজরাট বোলারদের সামনে তাসের ঘরের মতে ভেঙে পড়ে রাজস্থানের ব্যাটিং লাইন-আপ। বিশেষ করে রশিদ খান অপ্রতিরোধ্যই ছিলেন বলা যায়। মাত্র ৪ ওভারে ১৪ রান খরচ করে তিন উইকেট শিকার করেন এই আফগান স্পিনার। ম্যাচ-সেরার পুরস্কারটিও উঠে তার হাতে। রশিদের স্বদেশি নুর আহমেদ নেন দুই উইকেট। এছাড়া মোহাম্মদ শামি, হার্দিক ও জশুয়া লিটল শিকার করেন একটি করে।
এই জয়ের পর শীর্ষে থাকা গুজরাটের পয়েন্ট এখন ১০ ম্যাচে ১৪। অন্যদিকে সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে আছে রাজস্থান।