রাজশাহী-৪ (বাগমারা) আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। শুক্রবার (০৫ জানুয়ারি) আসনটির স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের বিরুদ্ধে বাগমারার সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগপত্র দাখিল করা হয়।
আওয়ামী লীগ প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদের পক্ষের আইনজীবীর দাখিল করা অভিযোগপত্রে বলা হয়, নির্বাচনী আসন বাগমারার ১০নং মাড়িয়া ইউনিয়নের সালেহা ইমারত কোল্ড স্টোরেজে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মিটিং ও অর্থ বিলি করেছেন স্বতন্ত্র প্রার্থী এনামুল হক। এছাড়াও নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ভোট কেনার জন্য ভোটারদের ব্যপক অর্থ দেওয়া হচ্ছে।