রাজশাহী থেকে শুরু হলো ঈদ পরবর্তী ট্রেন চলাচল

0

ঈদুল ফিতরের পর রাজশাহীতে শুরু হয়েছে ট্রেন চলাচল। আজ সকাল ৮টা ৪০ মিনিটে রাজশাহী রেলস্টেশন থেকে মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। তবে সাপ্তাহিক ছুটি ও সিডিউলে না থাকায় বন্ধ থাকছে বনলতা, সাগরদাঁড়ি, বরেন্দ্র ও সিল্কসিটি এক্সপ্রেস।

এছাড়া ঈশ্বরদী থেকে ছেড়ে আসেনি ঢালারচর এক্সপ্রেস। তবে ঢাকাগামী ধুমকেতু ও পদ্মা এক্সপ্রেসসহ বাকি ট্রেনগুলো যথারীতি আগের নিয়মে চলাচল করবে বলে জানিয়েছেন রাজশাহী রেলস্টেশনের কর্মকর্তা সুরাইয়া পারভীন।

তিনি বলেন, ঢাকাগামী ধুমকেতু ও পদ্মা এক্সপ্রেসসহ বাকি ট্রেনগুলো যথারীতি আগের সময়ে চলাচল করবে। সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। স্টেশনে যাত্রীরা আসছেন, তারা নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।

রাজশাহী থেকে বাস চলাচলও স্বাভাবিক রয়েছে। রাজশাহী থেকে বিভিন্ন রুটে বাস ছেড়ে গেছে বলে জানান রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক টিটু।

তিনি গণমাধ্যমে বলেন, ঈদের ফিরতি যাত্রায় রাজশাহী থেকে সকল ধরনের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীরা রীতিমতো কাউন্টারগুলোতে আসছেন, টিকিট কাটছেন এবং যাদের অগ্রিম টিকিট কাটা আছে তারা সেই অনুযায়ী যাত্রা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here