রাজশাহীর হয়ে বিপিএল মাতাবেন নিউজিল্যান্ডের তারকা জিমি নিশাম

0
রাজশাহীর হয়ে বিপিএল মাতাবেন নিউজিল্যান্ডের তারকা জিমি নিশাম

আগামী বিপিএল মৌসুমকে সামনে রেখে দল গঠনে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামের বাইরে সরাসরি চুক্তিতেও দলে নিচ্ছে তারকা ক্রিকেটারদের। সেই তালিকায় এবার যুক্ত হলো রাজশাহী ওয়ারিয়র্স। নবাগত এই ফ্র্যাঞ্চাইজি দলভুক্ত করেছে নিউজিল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার জিমি নিশামকে। 

শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী কর্তৃপক্ষ।

নিশামকে নিয়ে শুরুতে আলোচনায় ছিল নোয়াখালী এক্সপ্রেস। তবে আলোচ্য পারিশ্রমিকের চেয়ে বেশি প্রস্তাব দিয়ে শেষ পর্যন্ত কিউই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে রাজশাহী। ফলে বিপিএলের আসন্ন আসরে রাজশাহীর জার্সিতেই মাঠে নামবেন তিনি।

বিপিএলে এখন পর্যন্ত এক মৌসুম খেলেছেন নিশাম। ২০২৪ সালে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন এই অলরাউন্ডার। ৭ ইনিংসে করেন ২৯১ রান—ব্যাটিং গড় ৭২.৭৫, স্ট্রাইক রেট ১৬৭.২৪। তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের প্রতিটিতেই ছিলেন অপরাজিত। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে ৪৯ বলে ৯৭ রানের ঝড়ো ইনিংস খেলে করেছিলেন তুমুল আলোড়ন। বল হাতেও পিছিয়ে ছিলেন না—৬ ইনিংসে নেন ৪ উইকেট।
গত মৌসুমে ফাইনালের আগে ফরচুন বরিশালে সুযোগ পেলেও মাঠে নামার সুযোগ হয়নি তার।

বর্তমানে জিমি নিশাম খেলছেন সংযুক্ত আরব আমিরাতে আইএল টি–টোয়েন্টিতে। দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নেমে ব্যস্ত সময় পার করছেন তিনি। টুর্নামেন্ট শেষে যোগ দেবেন রাজশাহী ওয়ারিয়র্স শিবিরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here