রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

0

রাজশাহীর মোহনপুরে গরুবাহী ভুটভুটির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মৌগাছী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মরিয়াম বেগম (৭০)। তিনি রাজশাহী নগরীর সপুরা এলাকার নুরুল ইসলামের স্ত্রী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মরিয়ম বেগম মোহনপুর উপজেলার বাটুপাড়া এলাকায় তার ছেলে শফিকুল ইসলামের বাড়িতে যাচ্ছিলেন। তিনি মোহনপুর মৌগাছি বাজারে গিয়ে নামেন। এসময় রাজশাহী সিটিহাট থেকে গরু নিয়ে মোহনপুর হাটের দিকে যাচ্ছিল একটি ভুটভুটি। গাড়ি থেকে নামা মাত্র মরিয়ম বেগমকে গরু বোঝাই ওই ভুটভুটি ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে মোহনপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে তার লাশ উদ্ধার করে থানায় নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here