রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের খান্দার পাড়া এলাকার এক বৃদ্ধার লাশ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল আনুমানিক ৪টার সময় এলাকাবাসী লাশটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি ঘিরে রাখে। এ সময় পুলিশ সিআইডিকে খবর দেয়। রাজশাহী থেকে সিআইডি এসে লাশটির নমুনা সংগ্রহ করে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, গত ৪ দিন আগে বেদেনা বেওয়া ৬০ নামের এক বৃদ্ধ নিজ বাসা থেকে নিখোঁজ ছিল। পরে তার পরিবার রাজশাহীর পুঠিয়া থানা লিখিত অভিযোগ জানান। এই কয়েকদিন তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। ঈদের দিন বৃদ্ধার ছেলে রিপন আলী (২৭) পুঠিয়া থানায় অভিযোগ করে। শুক্রবার বিকালে এলাকাবাসী বাড়ির পাশে তাদের পারিবারিক গোরস্থানে বস্তাবন্দি লাশ দেখতে পায়। পরে থানায় খবর দেয়।
ওসি আরও জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।