রাজশাহীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

0

বিএনপি-জামায়াতের অব্যাহত সন্ত্রাসী কার্যক্রম ও নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) সংসদীয় আসনের চারঘাট ও বাঘা উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে উভয় উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিএনপি-জামাতের নেতাকর্মীদের হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়ে দেন- কেউ যদি চারঘাট-বাঘায় কোন বিশৃংখলা করার চেষ্টা করে এবং রাস্তায় নেমে জানমালের বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে এবং আইনের হাতে সোপর্দ করবে। প্রয়োজনে সন্ত্রসীদের বাড়িঘর অবরোধ করা হবে।

আজ ২৮ অক্টোবর কেন্দ্রিয় আওয়ামী লীগ এবং স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, এমপির নির্দেশনা মোতাবেক চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলামের নেতৃত্বে এবং বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের নেতৃত্বে উভয় উপজেলা সদরে সকাল থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা স্বস্ফূর্তভাবে মিলিত হন এবং জামাত বিএনপির অপশক্তির বিরুদ্ধে সতর্ক অবস্থান গ্রহণ করেন। বিকেল সাড়ে চারটার দিকে উভয় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপি-জামায়াতের অব্যাহত সন্ত্রাসী কার্যক্রম ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন। তারা উপজেলার বিভিন্ন সড়ক ও গলি প্রদক্ষিণ শেষে বাঘা উপজেলার নেতাকর্মীরা উপহজলা আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে এবং চারঘাট আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here