রাজবাড়ী-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকের প্রচার মাইক ভাঙচুর ও কর্মীকে মারধরের ঘটনায় রোমান নামে এক নৌকার সমর্থককে আটক করেছে পুলিশ।
মারধরের ঘটনায় বুধবার দুপুরে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বাহের মোড় এলাকায় অভিযান চালিয়ে রোমানকে আটক করে পুলিশ।
জানা গেছে, বুধবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকের ঈগল প্রতীকের প্রচারণা চালানোর সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মুনা ও তার দেহরক্ষী রোমানসহ কয়েকজন প্রচার কাজে বাধা দেয়। এক পর্যায়ে প্রচারকাজে নিয়োজিত দুই সমর্থক তানজীম ও তাওহীদকে মারধর করেন তারা। এছাড়াও একই ইউনিয়নের আন্দুলিয়া এলাকায় প্রচার কাজে নিয়োজিত ভ্যান চালক আক্কাছকে মারধর ও পোস্টার কেড়ে নেয় প্রতিপক্ষের লোকজন।
এ বিষয়ে রাজবাড়ী পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় আটক একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।