রাজবাড়ীতে জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা বিএনপির আয়োজনে রাজবাড়ীর দলীয় কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে রাজবাড়ী জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলমের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিঙ্কু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।