রাজবাড়ীর পথে-প্রান্তরে দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়া

0

রাজবাড়ীর পথে-প্রান্তরে, বিভিন্ন দপ্তরের আঙ্গিনায় লাল রঙের কৃষ্ণচূড়ার সৌন্দর্য ছড়িয়ে পড়েছে। গ্রীষ্মের ছোঁয়া লাগার পর অপরূপ সাজে প্রকৃতিকে সাজিয়েছে এই কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া পথচারীদের দৃষ্টি কেড়েছে। ফুলের রক্তিম আভা ছড়ানোর মাধ্যমে প্রকৃতিকে সাজিয়ে তুরেছে অপরূপ সাজে।

রাজবাড়ীতে এক সময় প্রচুর কৃষ্ণচূড়া ফুলের গাছ দেখা যেত। সময়ের বিবর্তনে কৃষ্ণচূড়া গাছ অনেক কমে গেছে। তবে শহরের পাবলিক হেলথ মোড়, সদর হাসপাতাল, জেলা প্রশাসক কার্যালয়, গোদার বাজার বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন এলাকায় কৃষ্ণচূড়া শোভা পাচ্ছে।

আজ শনিবার দুপুরে স্নেহা শিকদার নামে এক ব্যক্তি বলেন, হাসপাতালে আসছিলাম ডাক্তারের কাছে। প্রচণ্ড গরম এখানে। হাসপাতালের মূল প্রবেশপথ দিয়ে ভেতরে যাওয়ার সময় চোখে পড়ে কৃষ্ণচূড়া গাছ। হাসপাতাল চত্ত্বরে দুইটা গাছে ফুল ফুটেছে। তীব্র তাপদাহে গাছগুলো ছায়া দেওয়ার পাশাপাশি সৌন্দর্য ছড়াচ্ছে।

রাজবাড়ীর কবি নেহাল আহম্মেদ বলেন, কৃষ্ণচূড়া ফুল গাছ এখন কমে গেছে। তবে কৃষ্ণচূড়া সত্যি দৃষ্টিনন্দন ফুল। প্রচণ্ড তাপদাহে এই ফুল কবিদের আকৃষ্ট করবেই। কৃষ্ণচূড়া নিয়ে অনেক কবিদের লেখা রয়েছে।

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, আমরা সাধারণ কৃষি নিয়ে কাজ করি। তবে প্রকৃতি কৃষির অংশ। প্রকৃতির শোভা বর্ধনে কৃষ্ণচূড়া গাছ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here