রাজবাড়ীতে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে আল মদিনা ট্রেডার্স ও রবিউল স্টোরকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরে গোয়ালন্দ উপজেলার আল মদিনা ট্রেডার্সকে ২ হাজার টাকা ও রবিবার স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় একই উপজেলার ভাই ভাই ফল ভান্ডারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করায় ৫শত টাকা জরিমনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, বাজার তদারকির কার্যক্রম হিসাবে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশ কয়েকটি বাজারে ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।