রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের পদ্মা নদীর তীরে স্তুপকৃত বালু চাপায় ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে মিজানপুর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামে হালিম শেখের চেলে আ. রহিম শেখ (৫১), একই ইউনিয়নের জৌকুড়া গ্রামের গেদা শেখের ছেলে মারুফ শেখ (১৯), কুষ্টিয়া জেলার মিরপুর এলাকার মো. আলী সরদারের ছেলে ইমরান শেখ (২৫)।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ আব্দুল হান্নান বলেন, বালুর চাতাল ধ্বসে তিনজন শ্রমিক মারা গেছেন। মারা যাওয়া তিনজন হাসপাতালের আসার আগেই মারা যান। মূলতো তারা বালুর নিচে চাপা পড়ে শ্বাসরোধ হয়ে মারা যায়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দীন বলেন, স্তুপকৃত বালুর নিচে চাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ রাজবাড়ী মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।