রাজবাড়ী শহরের বিনোদপুর বিবেকানন্দ পল্লীর বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে বিনোদপুর এলাকার কালী মন্দিরের পাশে জেলা প্রশাসক সুলতানা আক্তার উপস্থিত থেকে দুই শত মানুষের হাতে কম্বল তুলে দেন।
জেলা প্রশাসক বলেন, বিবেকানন্দ পল্লীতে অনেকগুলো পরিবার বসবাস করেন। এখানে অনেক অসহায় মানুষের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। শীতে অনেক কষ্টে রাতযাপন করেন। প্রাথমিক পর্যায়ে পল্লীর ২০০ মানুষের মাঝে এ কম্বল দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
কম্বল বিতরণের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মিরাজুল মাজীদ তূর্য, মোহাম্মদ হাসিবুল ইসলাম, শহিদ বিন আবির উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মোহাম্মদ হাসিবুল ইসলাম বলেন, বিবেকানন্দ পল্লীর বাসিন্দারা শীতবস্ত্র প্রদানের অনুরোধ জানিয়েছিল। বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হলে তিনি দ্রুত পল্লীর বাসিন্দাদের মাঝে কম্বল দিয়েছেন। কম্বল পেয়ে পল্লীর বাসিন্দারা অনেক খুশি হয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল