রাজবাড়ীর নারুয়া ও মদাপুর ইউনিয়নে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা, অতি দারিদ্র, খাদ্য বান্ধব কর্মসূচী, ভিডব্লিউবি এবং টিসিবিসহ অনান্য উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজ মাঠ এবং বিকালে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে মদাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠ প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালম আজাদ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ দুই ইউনিয়নের কয়েক হাজার উপকারভোগী উপস্থিত ছিলেন।