মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজবাড়ীর বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার ১ মিনিটে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু কায়সার খান, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।