রাজবাড়ীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

0

রাজবাড়ীর কালুখালী উপজেলার রূপসা বাজারের ব্যবসায়ী শরীফ খানকে (৩৯) কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত শরীফ কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম ধামবাড়িয়া গ্রামের মৃত হাকিম খানের ছেলে। বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১১টার দিকে তাকে হত্যা করা হয় বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শরীফ রতনদিয়া ইউনিয়নের রূপসা বাজারে বিকাশের দোকান ছিল। বুধবার রাত ৯টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যায়। রাতে বাড়িতে খাবার খেয়ে রূপসা বাজারের পাশে গাঁয়েবি মসজিদে ছেলেকে নিয়ে ওয়াজ মাহফিলে আসেন। বাবা-ছেলে দুইজন বসে ওয়াজ শোনার সময়  তারিকুল নামে এক ব্যক্তি তাকে ডেকে নিয়ে যায়। সাড়ে ১১ টার দিকে রূপসা বাজারের জাদুর সেলুনের দোকানের সামনে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তার মাথায় ও ঘাড়ে কুপিয়ে হত্যা করা হয়।

রাজবাড়ীর কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন বলেন, আমরা তরিকুল নামে একজনকে থানায় নিয়ে আসছি। তাকে জিজ্ঞাসাবাদ করছি।  

সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, রাতে ব্যবসায়ী শরীফ খানকে হত্যা করা হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করবেন বলে আমাদের প্রাথমিকভাবে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here