রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ, যুবক গ্রেফতার

0

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী সালমা বেগমকে (২৫) হত্যার অভিযোগে হেমায়েত
উল্লাহ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে নোয়াখালী জেলার চর জব্বর থানার দক্ষিণ
চর ক্লার্ক গ্রামের আহসানউল্লাহ ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরে হেমায়েত উল্লার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)শরীফ আল রাজিব।

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব জানান, গত ৩১ মার্চ (সোমবার) দিবাগত রাতের কোন এক
সময় হত্যা করা হয় সালমা বেগমকে। মঙ্গলবার সকালে নিজ ঘরের মধ্য থেকে নিহতের মরদেহ উদ্ধার
করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা সালাম শেখ বাদী হয়ে রাজবাড়ী থানায় অজ্ঞাতনামা আসামিদের
নামে একটি হত্যা মামলা দায়ের করেন। রাজবাড়ী জেলা পুলিশ সুপারের নির্দেশে রাজবাড়ী সদর থানা
পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে বুধবার রাত সাড়ে ৮টার সময় আসামির
নোয়াখালীর জেলার বসতবাড়ি থেকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি পরকীয়ার সম্পর্কের টানাপোড়েনের জেরে সামলার হত্যার বিষয়টি স্বীকার
করেছেন। এ সময় আসামির দেওয়া তথ্যমতে ভিকটিম সালমার ব্যবহৃত মোবাইল ফোন রাজবাড়ীর নূরপুর
গ্রামের কৃষ্ণ হালদারের পুকুর হতে উদ্ধারপূর্বক জব্দ করেন।
আসামিকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here