রাজবাড়ীতে কৃষক হত্যায় ১০ জনের যাবজ্জীবন

0
রাজবাড়ীতে কৃষক হত্যায় ১০ জনের যাবজ্জীবন

রাজবাড়ীতে কৃষক হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদেশে তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে রাজবাড়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার এ রায়ে দেন। রায় ঘোষণার সময় আদালতে আট আসামি উপস্থিত ছিলেন। 
দন্ডিতরা হলেন- সাঈদ মৃধা, মনিরুল শেখ, আশরাফুল শেখ, আশরাফ শেখ, আছাদ শেখ, দিলু মৃধা, তোফাজ্জেল শেখ, মাহাতাব শেখ, পলাতক মিরাজ মৃধা ও ঠান্ডা মৃধা।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালে ১৬ জুন পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জাগিরমালঞ্চি গ্রামের বাসিন্দা কৃষক আব্দুল সত্তার মৃধাকে জমি সংক্রান্ত বিরোধের জেরে জবাই করে হত্যা করা হয়। পরদিন নিহতের স্ত্রী পাংশা মডেল থানায় ১৭ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। 
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রাজ্জাক বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। 
দন্ডিত ব্যক্তির স্বজনেরা বলেন, আদালত যে আদেশে দিয়েছেন। সেই আদেশের কপি পেলে আমরা উচ্চ আদালতে ন্যায় বিচারের জন্য আপিল করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here