রাজবাড়ীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রবিউল আলমের সাথে রাজবাড়ী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাড. খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, রাজবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি মো. হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক মো. শিহাবুর রহমানসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা বক্তব্য রাখেন। বক্তব্য শেষে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি-সম্পাদকসহ প্রবীণ সংবাদকর্মীরা।