রাজবাড়ীতে আওয়ামী লীগের দুই নেতাকে কুপিয়ে জখম

0

রাজবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে দুই আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার বিকেল ৫টার দিকে মিজানপুর ইউনিয়নের সূর্যনগর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, হান্নান শেখ মিজানপুর ইউনিয়নের জৌকুড়া ঘাটে বালুর ব্যবসা করেন। বিকালে হান্নান ও সাগর মণ্ডল সূর্যনগর রেলগেট এলাকায় চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় ২৫-৩০ জন দুর্বৃত্ত হান্নান শেখ ও সাগরের ওপর চাপাতি, রামদা নিয়ে অতর্কিত হামলা করে। তাদের কুপিয়ে হাতুড়ি পেটা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসেন। 

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুল ইসলাম বলেন, আহত দুইজনের অবস্থা গুরুতর। তাদের শরীরে জখমের চিহ্ন রয়েছে। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন বলেন, আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here